Home সমস্যা ও সম্ভাবনা ২০ হাজার মানুষের চলাচলের ভরসা রশিটানা নৌকা

২০ হাজার মানুষের চলাচলের ভরসা রশিটানা নৌকা

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ৪০৬ views

শুভ্র মেহেদী, জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রিজ না থাকায় বছরের পর বছর ধরে চরম ভোগান্তির শিকার হয়ে আসছে তিন উপজেলার অন্তত ২০ হাজার মানুষ। সরাসারি যোগাযোগ ব্যবস্থা না থাকায় রশিটানা নৌকাই চলাচলের একমাত্র ভরসা।

ফলে সাধারণ মানুষ ছাড়াও শিক্ষার্থী এবং রোগীদের নদী পারাপারে একদিকে যেমন সময়ক্ষেপন হয়, অপরদিকে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে আসছে স্থানীয় কৃষকরা।


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নকে দু’ভাগে বিভক্ত করে রেখেছে বুক চিরে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদ। ইউনিয়নের এক অংশ উপজেলা শহরের সাথে সরাসরি যুক্ত থাকলেও নদীর উপর ব্রিজ না থাকায় যুগের পর যুগ ধরে বিচ্ছিন্ন রয়েছে অপর অংশের মানুষ।

সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার অন্তত ২০ হাজার মানুষকে ভাটি কলকিহারা থেকে ফকিরপাড়া পর্যন্ত প্রায় ২শ’ মিটার রশি টেনে প্রতিদিন নৌকায় পারাপার হতে হয়। এতে করে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়ে আসছে এসব এলাকার মানুষেরা।

চলাচলের জন্য মাত্র একটি নৌকা থাকায় একপ্রান্ত থেকে যাত্রী বোঝাই করে অপরপ্রান্তে আসতে সময় লেগে যায় দেড় থেকে দুই ঘন্টা। এতে করে স্থানীয় শিক্ষার্থীরা সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌছাতে না পারায় প্রায়ই শিক্ষকদের ভৎসনার শিকার হয়।

অপরদিকে সাধারণ মানুষরা যথা সময়ে কর্মস্থলে পৌছাতে না পারার ভোগান্তির শিকার হচ্ছেন, মাঝে মধ্যেই করুণ পরিস্থিতির শিকার হতে হয় অসুস্থ রোগীদের।

এছাড়াও যোগাযোগ ব্যবস্থার অভাবে চরের উৎপাদিত কৃষি পণ্য সরাসরি শহরে নিয়ে বিক্রি করতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় কৃষকরা। ভুক্তভোগীদের অভিযোগ বছরের পর বছর ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রিজ নির্মানের দাবি জানিয়ে আসলেও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা কোন উদ্যোগই নেয়নি।


বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ব্রিজ না থাকায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করে জানান, উপজেলা প্রকৌশলীর মাধ্যমে বকশীগঞ্জের জন্য একাধিক ব্রিজ ও রাস্তা নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠানো হয়েছে। সেগুলোর কাজ শুরু হলে ভোগান্তি লাঘব হবে।

জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সায়েদুজ্জামান সাদেক জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ৩শ’ মিটার ব্রিজ নির্মানের একটি প্রকল্প প্রেরণ করা হয়েছে এবং পাশ হলে দ্রুত কাজ শুরু করা হবে।

শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ে ব্রিজ নির্মানের মধ্যদিয়ে লাঘব হবে দীর্ঘদিনের ভোগান্তি এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications