Home অন্যান্য জামালপুরে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলের সন্ধান

জামালপুরে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলের সন্ধান

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ১১০ views

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে পরিত্যাক্ত অবস্থায় একটি মর্টার সেলের সন্ধান পাওয়া গেছে। নিরাপত্তার জন্য জায়গাটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মর্টার সেলটি উদ্ধার করতে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় স্থানীয় বাবুল মেম্বারের দোকানের পেছনে পরিত্যাক্ত অবস্থায় মর্টার সেলটি দেখতে পায় স্থানীয়রা। এ সময় তারা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপত্তার জন্য মর্টার সেল পড়ে থাকা জায়গাটিকে ঘিরে রাখে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন। মর্টার সেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে। এদিকে মর্টার সেল উদ্ধার হওয়ায় স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, যে জায়গাটিতে মর্টার সেল পাওয়া গিয়েছে, ঠিক তার পাশেই নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র ছিলো এবং নির্বাচনের আগেরদিন রাতেও তারা সেখানে অবস্থান করেছে। এছাড়াও সোমবার বিকালে সেই নির্বাচনী প্রচার কেন্দ্রে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ নেতাকর্মী এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করে গেছেন, তার কিছুক্ষন পরেই সেই জায়গার পাশেই মর্টার সেলর খাবর পাই।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, ইতিমধ্যে জেলা প্রশাকের মাধ্যমে মর্টার সেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসার আগে পর্যন্ত এই স্থানটিকে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করবে এবং স্থানীয়দের নিরাপত দুরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications