Home অন্যান্য জামালপুরে বিজিবির কম্বল বিতরন

জামালপুরে বিজিবির কম্বল বিতরন

by বাংলা টুডে ডেস্ক
১৬৪ views

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে অসহায় দুঃস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ৩৫ বিজিবি।

সোমবার সকালে ৩৫ বিজিবি’র আয়োজনে অসহায় দুস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরন করা হয়। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসির সার্বিক নির্দেশনায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারি পরিচালক মোঃ শামসুল হকসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় শীতবস্ত্র হিসেবে একশ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এ সময় তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications