Home কৃষি ও প্রকৃতি জামালপুরে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

জামালপুরে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

by বাংলা টুডে ডেস্ক
৫১৬ views


নিজস্ব প্রতিবেদক
জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে বিক্ষোভ করেছে কৃষকেরা। সোমবার দুপুরে নান্দিনা বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে নান্দিনা বাজারের বিসিআইসির ডিলার মেসার্স শাহজাহান এন্ড ব্রাদার্স থেকে সার কিনতে আসেন কৃষকরা। এ সময় সার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে জামালপুর-ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কৃষকরা। এতে যানচলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরাণ ঘটনাস্থলে গিয়ে আজ থেকে রানাগাছা ইউনিয়নে সার বিতরণের অশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় কৃষকরা খোলা মাঠে সার বিতরণের দাবি জানান।


উল্লেখ্য, গত রোববার সকালেও জামালপুর সদর উপজেলার শরিফপুর বাজারে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ কৃষকরা। কৃষকরা অভিযোগ করেন, ইউরিয়া সার বিক্রীর মাইকিং শুনে রোববার সকালে সার কিনতে শরিফপুর বাজারে সার ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন কয়েকশ কৃষক। উপস্তিত ২০ থেকে ২৫ জন কৃষকের মাঝে প্রতিবস্তা সার ১ হাজার ১০০ টাকা দরে বিক্রীর পর গুদাম বন্ধ করে দেয় ডিলার।

এ সময় বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার এলাকায় সড়ক অবরোধ করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications