Home কৃষি ও প্রকৃতি জিল বাংলা সুগার মিলে দিনব্যাপী কর্মশালা

জিল বাংলা সুগার মিলে দিনব্যাপী কর্মশালা

by বাংলা টুডে ডেস্ক
৪০৮ views
দেওয়ানগঞ্জ সংবাদদাতা:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা সুগার মিলের আখের গুনগতমান সম্পন্ন বীজ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক মোঃ শামসুর রহমান , জিল বাংলা সুগার মিলের  জিএম (কৃষি) মোঃ আনোয়ার হোসেন , বিএসআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা মহিউল আলম, ডিজিএম (সম্প্রসারণ) মোঃ আলাউদ্দিন ডিজিএম (সিপিও ) সহ ছয়টি সাবজোনের সাবজোন প্রধান ও মিলের সি আই সি, মিলের সব ইউনিটিনের সংশ্লিষ্ট সিডিএ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালায় আখের বহুমাত্রিক ফলন বৃদ্ধির কৌশল এবং উন্নত জাতের বীজ মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় । মিলের কাঁচামালের ঘাটতিপূরণের লক্ষ্যে আঁখ চাষিদেরকে উন্নত জাতের আঁখ রোপণের জন্য আরো উৎসাহিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নজরদারি বৃদ্ধির পরামর্শ দেওয়া হয় ।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications