Home খেলাধুলা বাংলাদেশের পিছিয়ে থাকা ক্রীড়াঙ্গনকে টেনে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মির্জা আজম

বাংলাদেশের পিছিয়ে থাকা ক্রীড়াঙ্গনকে টেনে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মির্জা আজম

by বাংলা টুডে ডেস্ক
৪৬৮ views

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তারই বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু বঙ্গবন্ধুই নন, তার পুরো পরিবার ক্রীড়াঙ্গনকে ভালোবাসতেন। শেখ কামাল, শেখ জামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জল নক্ষত্র ছিলেন। ৭৫এর’ ১৫ই আগস্ট স্বাধীনতা বিরোধী বিশ্বাস ঘাতকদের বুলেটের আঘাতে যদি তারা শহিদ না হতেন, তাহলে বহু আগেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হতো।

তিনি আরো বলেন, বিশ্ব দরবারে পিছিয়ে থাকা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে টেনে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পুরো বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশের ক্রিকেট দল, ছেলেদের পাশাপাশি এদেশের মেয়েরা ফুটবলে অসামান্য অবদান রাখছে। সর্বশেষ বাংলাদেশের মেয়েরা সাফ ফুটবলে চ্যাম্পিয়ান হয়ে দেশের মুখ উজ্জল করেছে।

এসব কিছু সম্ভব হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনের উন্নয়নমুখী চিন্তাধারা এবং প্রদক্ষেপের কারনে। শনিবার বিকালে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কাবাডি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা শিপন প্রমুখ।

কাবাডির ফাইনাল খেলায় রেনাসা ক্লাবকে ১৮-৪০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ান হয় জামালপুর রিক্রিয়েশন ক্লাব। পরে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications