Home অন্যান্য জামালপুরে নির্বাচনী সহিংসতায় ৫ সাংবাদিকসহ আহত ১৫, ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

জামালপুরে নির্বাচনী সহিংসতায় ৫ সাংবাদিকসহ আহত ১৫, ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

by বাংলা টুডে ডেস্ক
১০৫ views

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সড়ক অবরোধসহ পুলিশ, র‌্যাবের লাঠিচার্জে ৫ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় এক ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত হয়েছেন।

বুধবার রাতে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পূর্ব বাজারের গোলাম আলী মার্কেট, খড়খড়িয়া এবং মহেশপুর কালিবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। ওই সময় নৌকা প্রতীকের সমর্থকদের ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হলেও পুড়ে যাওয়া মোটরসাইকেল ৩টি দুই পক্ষই নিজেদের বলে দাবি করে।

এ সময় আহত হয় অন্তত ৫ জন। এদিকে এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকরা প্রায় দুই ঘন্টা জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় আইন শৃঙ্খলাবাহিনী বার বার চেষ্টা করেও তাদেরকে সড়ক থেকে সড়াতে ব্যর্থ হয়। পরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বরকত উল্লাহ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও র‌্যার লাঠিচার্জ শুরু করে।

পুলিশ ও র‌্যাবের লাঠিচার্জে চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন বেলায়ত হোসেন শান্ত, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, শ্রমিক বার্তার সাংবাদিক আশিকুর রহমান, ডেইলী দেশ সংবাদের সালাউদ্দিন আহাম্মেদ মিঠু, বিজয় বাংলাদেশের নিপুল জাকারিয়াসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন বেলায়ত হোসেন শান্ত, শ্রমিক বার্তার সাংবাদিক আশিকুর রহমানসহ বেশ কয়েকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও পুলিশের লাঠিচার্জের শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বরকত উল্লাহ। পরে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের কাছেও লাঞ্ছিত হন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications