Home রাজনীতি ফেসবুকে সরকারের সমালোচনায় ইসলামপুরে ছাত্রলীগ নেতা বহিষ্কার

ফেসবুকে সরকারের সমালোচনায় ইসলামপুরে ছাত্রলীগ নেতা বহিষ্কার

by বাংলা টুডে ডেস্ক
২৫৬ views


নিজস্ব প্রতিবেদক
জ্বালানী তেলের দাম ৫ টাকা কমানোর ইস্যুতে ফেসবুকে সরকারের সমালোচনা ও ভাবমূর্তি ক্ষুন্ন করে পোস্ট দেওয়ায় জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে দলের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান শান্ত ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান স্বাধীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কারকৃত ছাত্রলীগ নেতার নাম মোঃ মোস্তাক আহম্মেদ। জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান শান্ত। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ব্যক্তিবর্গদের নিয়ে মন্তব্য এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে নেতিবাচক মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ ১০ নং গাইবান্ধা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

সেইসাথে কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তার উপযুক্ত কারনসহ লিখিত জবাব আগামী তিন (৩) কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ ১০নং গাইবান্ধা ইউনিয়ন শাখা’র সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications