শফিকুল ইসলাম, জামালপুর
“আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস” উপলক্ষ্যে জামালপুরে মানববন্ধন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। এ সময় নেতার বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে গুম, খুন ও নির্যাতন করেছে। কেউ সরকারের বিরোধীতা করলেই তাদের গুম করা হয়। গুমের শিকার সবাইকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের দাবী জানান বক্তারা। মানববন্ধনে যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জামালপুরে বিএনপির মানববন্ধন
১৬৩