Home রাজনীতি আগস্ট এলেই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়: মির্জা আজম

আগস্ট এলেই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়: মির্জা আজম

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ২৯৯ views


মেলান্দহ, জামালপুর
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আগস্ট মাস এলেই আমরা শঙ্কিত থাকি, কারন এই মাসেই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা ৭৫’এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বেঁচে থাকা পরিবারের সদস্যদের হত্যার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা চালিয়েছে। ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় মহান আল্লাহর কুদরতে এবং নেতাকর্মীদের ভালোবাসা আর আত্মত্যাগে শেখ হাসিনা আমাদের মাঝে আজ বেঁচে আছে। সেদিন যদি ২১ শে আগস্টের ষড়যন্ত্রকারীরা সফল হতো তাহলে আজ বাংলাদেশের মানুষ এতো উন্নয়ন দেখতে পেতো না। বাংলাদেশ হতো বিশ্বের মধ্যে পাকিস্তানের মতো অর্থনীতিতে ভঙ্গুর, উন্নয়নে পিছিয়ে থাকা, সহিংস, অস্থিতিশীল একটি রাষ্ট্র। বৃহস্পতিবার বিকালে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি হাজী দিদার পাশা, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications