Home রাজনীতি সার মজুদ আর বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মির্জা আজম

সার মজুদ আর বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মির্জা আজম

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ৩০৯ views

মেলান্দহ, জামালপুর
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, যারা নির্ধারিত পরিমানের অতিরিক্ত সার মজুদ করবে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাহিদার বিপরীতে সব ধরনের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। দেশের কোথাও যাতে কেউ কৃত্রিম সার সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মনিটরিং জোরদার করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় সীমাহীন দুর্নীতির কারনে দেশে তীব্র সারের সংকট ছিল। সে সময় সারের জন্য আন্দোলন করতে গিয়ে কৃষককে জীবন দিতে হয়েছে। অপরদিকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় দায়িত্বে এসে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃষিখাতের উন্নয়নে আধুনিক যন্ত্রপাতি, কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরনসহ পর্যাপ্ত ভূর্তুকির ব্যবস্থা করেছেন। শনিবার দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ইউপি চেয়ারম্যান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও বিসিআইসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুরের পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications