Home ফিচার চ্যাটজিপিটির ওপর স্যামসাংয়ের নিষেধাজ্ঞা জারি

চ্যাটজিপিটির ওপর স্যামসাংয়ের নিষেধাজ্ঞা জারি

by বাংলা টুডে ডেস্ক
১৮০ views

আইটি ডেক্স:

একমাস আগে স্যামসাং এর কিছু ডাটা চ্যাটজিপিটিতে ফাঁস হয়। বিষয়টি দুর্ঘটনাবশত হলেও স্যামসাং আপাতত এই কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। স্যামসাং এর বিভিন্ন ইলেকট্রনিক্স যেমন মোবাইল, হোম ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার, টিভিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার তারা সীমিত করছে।

এই নিষেধাজ্ঞা শুধু চ্যাটজিপিতেই নয় মাইক্রোসফট বিং, গুগলের বার্ডের ওপরও বহাল হচ্ছে। ব্লুমবার্গের একটি পোস্টে জানা গেছে, এই নিষেধাজ্ঞা সাময়িক। তবে কবে এই নিষেধাজ্ঞা চালু হবে এবং তা আজ থেকেই কি হচ্ছে কি-না সে সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি চ্যাটজিপিটির এই নিষেধাজ্ঞা থেকে স্যামসাং এর ল্যাপটপ মোবাইল বা অন্য গ্যাজেট কিভাবে আলাদা রাখা যাবে তা বলা হয়নি। কোম্পানিটি ডিভাইস সল্যুশন ব্যবহার করে।

কিন্তু চ্যাটজিপিটি জেনারেটিভ এআই হওয়ায় স্যামসাং আগে থেকেই সতর্ক ছিল। তারা বহু আগেই কর্মকর্তাদের বলেছিল তারা যেন অসতর্কভাবে ডিভাইস সল্যুশনে কোনো ডাটা সাবমিট না করে। এমনিতে ওপেন এআই কিছু সমস্যা সমাধানে কাজ করে চলেছে। এবার এই নতুন নিষেধাজ্ঞা তাদের সমস্যা সমাধানের আরেকটি কারণ দেখিয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications