Home ফিচার ক্ষতিকর ৩ অ্যাপ ৬০ কোটি অ্যানড্রয়েড ফোনে

ক্ষতিকর ৩ অ্যাপ ৬০ কোটি অ্যানড্রয়েড ফোনে

by বাংলা টুডে ডেস্ক
১১১ views

আইটি ডেস্ক:

স্মার্টফোনের তিনটি অ্যাপে ভয়ংকর ম্যালওয়্যারের খোঁজ পেয়েছে গুগল। ক্যাসপার্সকির একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটিরও বেশি ক্ষতিকারক অ্যাপ ডাউনলোড করেছেন। অ্যাপগুলোর বেশিরভাগই চুপিসারে স্ক্যানিংয়ের জন্য প্লে স্টোরে প্রবেশ করে।

পরবর্তী আপডেটগুলো আসার সঙ্গে সঙ্গেই অ্যাপগুলো ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত হয়। সেখান থেকেই বিপজ্জনক পরিস্থিতির সূত্রপাত। ম্যালওয়্যার সংক্রামিত সেই অ্যাপগুলোই স্মার্টফোন ব্যবহারকারীর যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। অ্যানড্রয়েডের এই ম্যালওয়্যার সমস্যা নতুন কিছু নয়। এর আগেও আইরেকর্ডারের মতো অ্যাপ আক্রমণকারীদের দক্ষতার নিদর্শন দেখিয়েছে।

সেই সময়ই দেখা গিয়েছিল, গুগলের অ্যাপ স্টোর সিকিওরিটি স্ক্যানগুলো বাইপাস করতে পারে এই অ্যাপটি। এ ছাড়া ব্যবহারকারীরা তাদের ফোনে কী ব্যবহার করেন এবং কী ব্যবহার করতে পছন্দ করেন; তা নজর রাখছে ‘স্লিমিং ফটো এডিটর’, ‘ফটো ইফেক্ট এডিটর’ এবং ‘জিআইএফ ক্যামেরা এডিটর প্রো’-এর মতো অ্যাপগুলোও।

ব্যবহারকারীদের সেই পছন্দকে কাজে লাগিয়েই তাদের স্মার্টফোন ম্যালওয়্যার দিয়ে সংক্রামিত করে প্রতারকরা।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications