Home ফিচার টিন্ডারে বাড়বে ব্যবহারকারীর সংখ্যা

টিন্ডারে বাড়বে ব্যবহারকারীর সংখ্যা

by বাংলা টুডে ডেস্ক
১৩৬ views

আইটি ডেক্স:

জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার তাদের অ্যাপে একাধিক নতুন আপডেট নিয়ে এসেছে।এরপর ম্যাচ গ্রুপ সম্প্রতি তাদের মুনাফার ওপর পর্যবেক্ষণ করে ইতিবাচক মন্তব্য জানিয়েছে।

ম্যাচ গ্রুপ বলছে, এখনো নতুন আপডেট থেকে ব্যবসায়ী লাভের হিসেবটি দৃশ্যমান নয়। তবে দ্রুতই একটি ভালো ফলাফল পাওয়া যাবে। চলতি বছর কোম্পানিটির শেয়ার ২ শতাংশ বেড়েছে। ভোলাটাইল ট্রেডিং বেলের পর তা আরও ৩ শতাংশ বেড়ে যায়। ম্যাচ গ্রুপ এরইমধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলারের বাইব্যাক শেয়ার চালু করেছে।

থার্ড ব্রিজের একজন বিশ্লেষক জানান, ডেটিং সার্ভিস ২০২৩ এর বাকি অংশে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে। নানা সংকটে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সমস্যার কারণে অনেকেই এসব প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে।’ তিনি অনুমান করেছিলেন কোম্পানির এখন মোট আয় ৮২২ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। অনুমানটি খুব পেছনে না।

তারা আপাতত ৮১৫ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। বছরের প্রথম তিন মাসে অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটি প্রায় ৭৮৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। তআই টিন্ডারের মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বছরটা টিন্ডারের জন্য বড় কিছু হতে পারে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications