Home ফিচার ফোনে স্প্যাম কল আসা বন্ধ করার উপায়

ফোনে স্প্যাম কল আসা বন্ধ করার উপায়

by বাংলা টুডে ডেস্ক
১৫২ views

আইটি ডেক্স:

ফোনে স্প্যাম কল আসার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। জরুরি কোনো কাজ বা মিটিংয়ে আছেন এমন সময় দেখা যায় কল এসেছে ফোনে। তড়িঘড়ি করে ফোন ধরে দেখলেন স্প্যাম কল। এমন ঝামেলা পোহাতে না হলে স্প্যাম কল আসা ফোন থেকেই ব্লক করতে পারবেন।
জেনে নিন কাজটি কীভাবে করবেন-
>> আপনার স্মার্টফোন থেকে গুগল অ্যাপে যান।
>> স্ক্রিনের উপরের ডানদিকে কোণায় থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
>> সেখান থেকে সেটিংসে যান।
>> এখানেই পেয়ে যাবেন ব্লক নম্বর অপশন, সেটি সিলেক্ট করুন।
>> এখান থেকে আননোন অপশনটি সিলেক্ট করুন।
ব্যাস, এবার থেকে অপরিচিত নম্বর থেকে আসা কল আপনাআপনি ব্লক হয়ে যাবে। আপনার কন্টাক্ট লিস্টে যেসব নম্বর নেই সেগুলো থেকে কল আসবে না, বিশেষ করে যেগুলো বিজ্ঞাপন বা হ্যাকারদের কল সেগুলো ব্লক হয়ে যাবে।
সূত্র: গ্যাজেটস নাও

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications