Home ফিচার বিং চ্যাটে বিজ্ঞাপন দেখাবে মাইক্রোসফট

বিং চ্যাটে বিজ্ঞাপন দেখাবে মাইক্রোসফট

by বাংলা টুডে ডেস্ক
১৩৩ views

আইটি ডেক্স:

‘জিপিটি ৪’ যুক্ত বিং চ্যাট সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে মাইক্রোসফট। সফট জায়ান্টটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি জানান, অংশীদারদের সঙ্গে মিলে তাঁরা কিছু আলোচনা করে নতুন আইডিয়া বের করছেন।

কিভাবে কনটেন্ট সরবরাহ করে বেশি ট্রাফিক আনা যায় এবং অংশীদারদের জন্য আয়ের পথ খোলা যায়, সে ব্যাপারে আলোচনা চলছে। এখনো সব কিছু প্রাথমিক পর্যায়ে আছে। তবে পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু জানাতে আগ্রহী নয় মাইক্রোসফট।

কোন কনটেন্ট বিজ্ঞাপন হিসেবে দেখানো হচ্ছে, তা ব্যবহারকারীদের জানানো হবে কি না, সেটাও স্পষ্ট নয়। এতে ভবিষ্যতে ব্যবহারকারীরা চ্যাটবটটির ওপর থেকে আস্থা হারাতে পারে।

কিছু রিপোর্ট অনুযায়ী উন্মোচনের শুরু থেকেই নতুন বিং-এ বিজ্ঞাপন যুক্ত রয়েছে। তবে সব ব্যবহারকারীর জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। সূত্র : লাইভ মিন্ট

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications