Home ফিচার এবার মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা কোপাইলট

এবার মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা কোপাইলট

by বাংলা টুডে ডেস্ক
১৩৫ views

আইটি ডেক্স:

সম্প্রতি মাইক্রোসফট তাদের অফিস ৩৬৫ তে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করার ঘোষণা দিয়েছে। আরেক টেক জায়ান্ট গুগলও তাদের গুগল ডক, শিট ও স্লাইডে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঘোষণা দিয়েছে।

মাইক্রোসফট অবশ্য গুগল থেকে একধাপ এগিয়ে আছে। কদিন আগেই পরীক্ষামূলক পর্যায়ে ফিচারটি চালু করেছে তারা। এখন পর্যন্ত মাত্র ২০ জনকে এই ফিচারটি দেওয়া হয়েছে। শীঘ্রই তারা এর প্রাইসিং জানাবে। কোপাইলট এআই মূলত জেনারেটিভ এআই। এটি চ্যাটজিপিটির মত এটিও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এর ভিত্তিতে তৈরি করা হয়েছে।

অর্থাৎ ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা লেখা তৈরি করে দিতে পারবে৷ লেখা বাদেও ছবি তৈরি বা অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে। তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষের কাজ আরও সহজ করে তুলবে। তবে তারা নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তিত।

কৃত্রিম বুদ্ধিমত্তায় নিরাপত্তা নিশ্চিত না করা গেলে সাইবার অপরাধ বাড়তে পারে। আপাতত সবাই মাইক্রোসফটের কোপাইলট এআই-এর অপেক্ষায়। কেমন হবে তা নিয়ে আগ্রহেরও কমতি নেই সবার।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications