Home ফিচার দেশের ৩৩ হাজার টাওয়ার ও বিটিএস ঝুঁকির মুখে

দেশের ৩৩ হাজার টাওয়ার ও বিটিএস ঝুঁকির মুখে

by বাংলা টুডে ডেস্ক
২৩৭ views

আইটি ডেস্ক:

দেশের বড় এলাকাজুড়ে এখন বিদ্যুৎ নেই। জাতীয় গ্রিড বিপর্যয়ে এমন ঘটনা ঘটেছে। যার প্রভাব পড়েছে দেশের টেলিযোগাযোগ খাতেও। কল করলে কথা বলার মাঝে শব্দ করতে করতে লাইন কেটে যাচ্ছে, কল যাচ্ছে না, কল ড্রপ হচ্ছে, কল ফেইলড দেখাচ্ছে, মোবাইল ইন্টারনেট ধীর গতির হচ্ছে কোথাও কোথাও, মেসেজ যাচ্ছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতেও বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

এ সমস্যার কারণে দেশের মোবাইল ফোন অপারেটেরগুলোর সংগঠন অ্যামটব মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘিœত হতে পারে।

এই পরিস্থিতির জন্য বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়েছে। অপারেটরদের সূত্রে জানা গেছে, দেশের ৩৩ হাজার টাওয়ার ও বিটিএস ঝুঁকির মুখে পড়েছে। গ্রামীণফোনের ১২ হাজার, রবির ১১ হাজার এবং বাংলালিংকের ৯ হাজার সাইট রয়েছে। এর বেশিরভাগই বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে। সাধারণত, এগুলোর ব্যাকআপ তিন থেকে চার ঘণ্টা। এরইমধ্যে ব্যাকআপের সময় পার হতে শুরু করেছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications