Home ফিচার উদ্ভাবনে সেরা ৫০ কোম্পানি, তালিকা প্রকাশ

উদ্ভাবনে সেরা ৫০ কোম্পানি, তালিকা প্রকাশ

by বাংলা টুডে ডেস্ক
২৩৬ views

আইটি ডেস্ক:

বিশ্বের সেরা ৫০টি উদ্ভাবনী কোম্পানির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি)। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় প্রথম নামটি মার্কিন প্রযুক্তি পণ্য উৎপাদনকারী অ্যাপলের।

চলতি বছরের সেরা ৫০ উদ্ভাবনী কোম্পানির তালিকায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মাইক্রোসফট, আমাজন, অ্যালফাবেট (গুগলের মূল প্রতিষ্ঠান) ও টেসলা। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে স্যামসাং, মর্ডানা, হুয়াওয়ে, সনি ও আইবিএম। ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’ রয়েছে উদ্ভাবনী কোম্পানি তালিকায় ১১তম অবস্থানে। বিশ্বব্যাপী ১৫০০ নির্বাহীর ওপর জরিপ পরিচালনা করে এ তালিকা তৈরি করেছে বিসিজি।

এতে চারটি মানদ-ের নিরিখে কোম্পানিগুলোর মূল্যায়ন করা হয়। মানদ-গুলো হলো- সারা বিশ্বের গ্রাহক ও ভোক্তাদের মধ্যে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে উদ্ভাবন, খাত সংশ্লিষ্ট অন্যান্যের দৃষ্টিভঙ্গি এবং সংশ্লিষ্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications