Home ফিচার ফেসবুকের সঙ্গে গ্রামীণফোনের যৌথ পার্টনারশিপ

ফেসবুকের সঙ্গে গ্রামীণফোনের যৌথ পার্টনারশিপ

by বাংলা টুডে ডেস্ক
১৮০ views

আইটি ডেস্ক:

বুস্ট আপ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে ফেসবুকের (মেটা) সঙ্গে যৌথ পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। বুস্ট আপ প্রোগ্রামটি ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়িক উদ্যোগগুলোর জন্য ডিজিটাল সক্ষমতা বাড়ানোর বুটক্যাম্প। এ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে তাদের ব্যবসা সম্প্রসারণ ও অনলাইন ব্যবসায়িক প্রবৃদ্ধির উদ্ভাবনী উপায় সম্পর্কে জানতে সহায়তা করবে।

গ্রামীণফোন গ্রাহকদের মধ্যে যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিচালনা করেন, তারা বুটক্যাম্পে অংশ নিতে মাইজিপি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। একইসঙ্গে, তারা বাংলাদেশে মেটার অনুমোদিত সেলস পার্টনার এইচটিটিপুলের মাধ্যমেও এ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য সাইন আপ করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার (৬ অক্টোবর) থেকে এবং প্রশিক্ষণ শুরু হবে ১৮ অক্টোবর। বাছাইকৃত অংশগ্রহণকারীদের ট্রেনিংয়ের ভেন্যু সম্পর্কে জানানো হবে।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘এ উদ্যোগটি প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে তাদের ব্যবসার আধুনিকায়ন এবং অনলাইন পরিসরে উপস্থিতি আরও বাড়াতে সাহায্য করবে।’ বুটক্যাম্প চলাকালে অংশগ্রহণকারীরা অনলাইন পরিসরে তাদের উপস্থিতি বাড়াতে এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।

ফেসবুক বিজনেস টুলসের মতো ডিজিটাল সলিউশন তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এবং স্থানীয় উদ্যোক্তাদের তাদের টার্গেট গ্রুপের সঙ্গে সংযোগ ঘটাতেও সাহায্য করবে। এ বিষয়ে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটসের পরিচালক জর্ডি ফোরনিস বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে আমাদের এ পার্টনারশিপটি গুরুত্বপূর্ণ।

এ পার্টনারশিপের মাধ্যমে আমরা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ক্রেতাদের পরিবর্তিত জীবনধারার উপযোগী সেবাদানে সহায়তা করবো। এ বুটক্যাম্পের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ডিজিটাল টুলগুলো ব্যবহার করতে পারবেন।’

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications