Home বিনোদন ভারতীয় গুপ্তচর হয়ে তুরস্কের পথে পরিণীতি

ভারতীয় গুপ্তচর হয়ে তুরস্কের পথে পরিণীতি

by বাংলা টুডে ডেস্ক
১৫৩ views

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার নতুন অ্যাকশন থ্রিলার ‘কোড নেম: তিরঙ্গা’র ট্রেইলার প্রকাশ হয়েছে। যেখানে রাষ্ট্রের গুরু দায়িত্ব পালনে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্তের এ ছবিতে দেশের জন্য দুঃসাহসী মিশনে লড়তে দেখা যাবে এ অভিনেত্রীকে। খবর ডিএনএ ইন্ডিয়ার।

টিজারের পর বাজিমাত করা ট্রেইলারে দেখা যাচ্ছে, ২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে হামলার মূলহোতা খালিদ ওমর তুরস্কে আত্মগোপন করে আছেন। ‘আলফা ওয়ান’ কোড নিয়ে ওমরকে খতম করার মিশনে নামেন পরিণীতি। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে তুরস্কে। এই অ্যাকশন থ্রিলার ছবিতে প্রধান পুরুষ চরিত্রে দেখা যাবে হার্ডি সান্ধুকে।

তিনি ডাক্তার মির্জার আলী নামে অভিনয় করেছেন। খালিদ ওমরকে খতমের মিশন সফল করতে দুর্গা সিং থেকে ইসমত হয়ে ওঠেন পরিণীতি। সম্পর্কে জড়ান ডাক্তার মির্জার সঙ্গে। তবে একসময় সত্যি সত্যিই মির্জার প্রেমে পড়ে যান তিনি। সেটা আরও স্পষ্ট হয় যখন মিশনের মাঝামাঝি মির্জা তার আসল পরিচয় জেনে যান।

তখন ইসমত নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাফ জানিয়ে দেন, যেন মির্জাকে আলীকে তার সঙ্গে ভারতে যেতে দেওয়া হয়, অন্যথায় যেন তাকে এই মিশন থেকে সরিয়ে নেওয়া হয়। ছবিটিতে শারদ কেলকারকে দেখা যাবে খালিদ ওমরের ভূমিকায়। এছড়াও গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন জিত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য, শিশির শর্মা, সব্যসাচী চক্রবর্তী ও দেশ মারিওয়ালা।

আগামী ১৪ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে সালমান খান ও সাইফ আলীদের মতো অভিনেতাদের পাশাপাশি ক্যাটরিনা কাইফ ও তাপসী পান্নুদের দেখা গেছে এ ধরনের গুপ্তচরের ভূমিকায়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications