Home বিনোদন শীর্ষস্থানে এখন ‘ব্ল্যাকপিঙ্ক’

শীর্ষস্থানে এখন ‘ব্ল্যাকপিঙ্ক’

by বাংলা টুডে ডেস্ক
১৬৫ views

বিনোদন ডেস্ক:

প্রথম স্থান দখল করে নিয়েছে সর্বশেষ প্রকাশিত যুক্তরাজ্যের অফিশিয়াল চার্টে কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর দ্বিতীয় অ্যালবাম ‘বর্ন পিঙ্ক’। গত শুক্রবার প্রকাশিত এই চার্টে সুয়েড এবং রিনা সাওয়ায়ামার মতো বিশিষ্ট শিল্পীদের হারিয়ে শীর্ষস্থানে এখন ‘ব্ল্যাকপিঙ্ক’। ২০২০ সালে তাদের প্রথম পূর্ণ অ্যালবাম ‘দ্য অ্যালবাম’ দিয়ে এই চার্টে দ্বিতীয় স্থান অর্জন করেছিল ‘ব্ল্যাকপিঙ্ক’। সেই সঙ্গে প্রথম ‘কে-পপ’ গার্ল গ্রুপ হিসেবে ইতিহাস তৈরি করে এই রেকর্ড গড়েছে ব্ল্যাকপিঙ্ক।

এর আগে ‘বিটিএস’ ছিল একমাত্র কোরিয়ান ব্যান্ড, যার কোনো গায়ক অফিশিয়াল অ্যালবাম চার্টের শীর্ষে পৌঁছেছিল। গায়ক ‘সাই’ ২০১২ সালে ‘গ্যাংনাম স্টাইল’ দিয়ে অফিশিয়াল একক চার্টের শীর্ষস্থান দখল করেছিলেন। ‘বর্ন পিঙ্ক’-এর ‘শাট ডাউন’ শিরোনামের গানটি ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্বের বৃহত্তম মিউজিক প্ল্যাটফর্ম ‘স্পটিফাই উইকলি টপ গান’ চার্টের শীর্ষে রয়েছে৷ এটি গত সপ্তাহে ৩৯,১৮৬,১২৭ ভিউ নিয়ে শীর্ষে পৌঁছেছে।

এর আগে স্পটিফাই সাপ্তাহিক চার্টে কোনো কে-পপ গান কখনো এক নম্বরে পৌঁছতে পারেনি৷ আগের সর্বোচ্চ র‌্যাংকিং ছিল ব্ল্যাকপিঙ্কের দ্বিতীয় অ্যালবামের প্রি-রিলিজ গান ‘পিঙ্ক ভেনম’, যা দ্বিতীয় স্থানে ছিল। নিজেদের সেই রেকর্ড ভাঙার পর ব্ল্যাকপিঙ্ক একটি নতুন ‘কে-পপ’ রেকর্ডও গড়েছে। ব্ল্যাকপিঙ্ক নিজেদের অ্যালবামের আটটি গানকে শীর্ষে রেখে মূলধারার পপ বাজারে এই জনপ্রিয়তা অর্জন করেছে, যা নতুন এক রেকর্ড। সূত্র : পিঙ্ক ভিলা।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications