Home বিনোদন আমিরকন্যা বাগদান সারলেন কার সঙ্গে?

আমিরকন্যা বাগদান সারলেন কার সঙ্গে?

by বাংলা টুডে ডেস্ক
১৭০ views

বিনোদন ডেস্ক:

‘আয়রন ম্যান ইতালি’ শিরোনামে সাইক্লিং ইভেন্ট চলছে। প্রতিযোগী নূপুর শিখর, শুরু করার আগে হাসি মুখে ছুটে এলেন বলিউড সুপারস্টার আমির খান কন্যা ইরা খানের কাছে। ঠোঁটে ঠোঁট রাখলেন, হাঁটু গেড়ে বসে ইরাকে আংটি পরিয়ে দিলেন নূপুর শিখর। হাততালিতে সিক্ত হলেন দুজনে, শুভেচ্ছা জানালেন ধারাভাষ্যকারও।

এভাবেই প্রেমের সম্পর্ক বাগদানে গড়ালো নূপুর শিখর ও ইরা খানের। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই এই সুখবর জানিয়েছেন তাঁরা। ইরা খান লিখেছেন, ‘ও হ্যাঁ, বলেছিল, এবার আমিও হ্যাঁ বলেই ফেললাম।’ বাবা আমির খানের ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কন্যা ইরা খান। এমন গুঞ্জন বেশ লম্বা দিনের।

২০২১ সালের মিজ ডে-তে এসে নিজের প্রেমের কথা স্বীকার করেন আমিরকন্যা। এর আগেও প্রেম নিয়ে আলোচনায় এসেছেন ইরা। মিশাল কৃপলানির সঙ্গে ইরার জম্পেশ প্রেমকাহিনি জানেন বি-টাউনের সবাই। কিন্তু দুর্ভাগ্যজনক, কদিন আগে ভেঙে যায় তাঁদের মধুর সম্পর্ক। নূপুর শুধু আমির খানের ফিটনেস কোচই নন, ইরা খানেরও কোচ। এর আগে একাধিক ফিটনেস ভিডিও প্রকাশ করেছেন ইরা।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications