Home অন্যান্য জামালপুরে গরু-মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক চোর নিহত, আহত দুই চোর

জামালপুরে গরু-মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক চোর নিহত, আহত দুই চোর

by বাংলা টুডে ডেস্ক
৭৩ views

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলায় গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে হাবিবুর রহমান নামে গরু চোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই চোর। রবিবার ভোরে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৪৫) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হকের ছেলে। আহতরা হলেন শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া ৮নং ওয়ার্ডে মৃত তারা মিয়ার ছেলে নাছির আহমেদ (২৮) ও একই জেলার শ্রীবর্দী উপজেলার বালিয়াচন্ডি এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)।

স্থানীয়রা জানায়, রবিবার ভোর রাতের দিকে চুরি করা গরু ও মহিষ ট্রাকে করে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় মেলান্দহ উপজেলার মেঘারবাড়ী মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে একটি ঘরে ঢুকে উল্টে যায়।

এ সময় সংঘবদ্ধ গরু চোর দলের সদস্য হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যায় এবং আহত হয় ট্রাকে থাকা অন্য দুই সদস্য নাছির আহমেদ ও উকিল মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

এদিকে চুরি হওয়ায় মহিষের মালিক ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি পূর্বপাড়া এলাকার গাদু শেখের ছেলে বাবুল মিয়া গরুর মালিক মেলান্দহ উপজেলার পাচুরপাড়া এলাকার আব্দুল হানিফের ছেলে আব্দুল্লাহ মেলান্দহ থানায় এসে তাদের গরু এবং মহিষ শনাক্ত করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, ট্রাক দিয়ে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক চোর নিহত ও আরও দুইজন আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications