Home অন্যান্য আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, সংগ্রহ করলেন শেখ হাসিনা

আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, সংগ্রহ করলেন শেখ হাসিনা

by বাংলা টুডে ডেস্ক
৮৪ views

ন্যাশনাল ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ।

গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আগামী ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। অনলাইনেও পাওয়া যাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম অনলাইনে পূরণ করে জমা দেওয়া যাবে।

সেজন্য আওয়ামী লীগ ‘ঝসধৎঃ ঘড়সরহধঃরড়হ অঢ়ঢ়’ নামে একটি অ্যাপ চালু করেছে। গুগল প্লে-স্টোর অথবা ওঙঝ অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়াও হড়সরহধঃরড়হ.ধষনফ.ড়ৎম ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে। অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ-ইন করে নিয়ম অনুযায়ী ইলেক্ট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

উৎসবমুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ: এদিকে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে দলের মনোনয়নপ্রত্যাশীদের। ফরম সংগ্রহকারীদের সঙ্গে আসা হাজার হাজার দলীয় নেতাকর্মী সমর্থকের পদচারণায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা মুখরিত হয়ে উঠেছে। ঢাকাসহ দেশের মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসছেন। আগ্রহী প্রার্থীদের সঙ্গে জেলা উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এসে বঙ্গবন্ধু অ্যাভিনিউঅ্যাভিনিউ সমবেত হয়েছেন।

এ সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট গুলিস্তান পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে পুরো এলাকা জুড়েই উৎসবের আমেজ তৈরি হয়েছে। ব্যাপক উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। দলের হাজার হাজার নেতাকর্মী দলীয় প্রতীক নৌকা এবং তাদের সমর্থিত প্রার্থী পক্ষে মিছিল নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহে আসছেন।

তবে প্রথমে নেতাকর্মীদের ভিড়ের কারণে মনোনয়ন ফরম বিতরণে কিছু সময় স্থগিত রাখা হয়। ভেতর থেকে ঘোষণা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত ফরম বিতরণ স্থগিত রাখা হবে। এরপর শুধুমাত্র মনোনয়নপ্রত্যাশী এবং তার সঙ্গে দুই একজন ছাড়া কাউকেই ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাতীয় পরিচয় পত্র দেখে ফরম সংগ্রহকারীদের আওয়ামী লীগ কার্যালয়ে ফরম বিক্রি নির্ধারিত বুতে যেতে দেওয়া হচ্ছে।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের কে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলবে সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications