Home অন্যান্য জামালপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের ‘নো হেলমেট, নো রাইড’ ক্যাম্পেইন

জামালপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের ‘নো হেলমেট, নো রাইড’ ক্যাম্পেইন

by বাংলা টুডে ডেস্ক
৭১ views

নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো রাইড’ শ্লোগানে জামালপুরে সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু করেছে জেলা পুলিশ।

বুধবার বিকালে জামালপুর শহরের মির্জা আজম চত্বরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো রাইড’ শ্লোগানে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম। জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোর উপকারীতা ও হেলমেট না পড়ার অপকারীতা নিয়ে সচেতন করেন এবং গাড়িতে এ সংক্রান্ত ইস্টিকার লাগিয়ে দেন।

ক্যাম্পেইন চলাকালে হেলমেট পড়ে মোটরসাইকেল চালনাকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সোহরাব হোসেন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহব্বত কবীর, ডিবির ওসি মো: শাহ্ নেওয়াজ প্রমুখ।

পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, একটি পরিবারের জন্য সারাজীবনের কান্না। সম্প্রতিক সময়ে জামালপুরে বেশ কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় চিকিৎসকরা মৃত্যুর কারন হিসেবে মাথায় আঘাত পাওয়াকে চিহ্নিত করেছে। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা যদি হেলমেট পড়ে গাড়ি চালাতো হয়তো তাদের এভাবে মৃত্যু হতোনা।

তাই আগামীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যেন কোন অমূল্য প্রাণ ঝড়ে না পড়ে সেই লক্ষ্যেই ‘নো হেলমেট, নো রাইড’ ক্যাম্পেইন শুরু করেছি, এই ক্যাম্পেইন সারাবছর জুড়েই চলবে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications