Home অন্যান্য ৯ শতাংশ সুদহার তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

৯ শতাংশ সুদহার তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

by বাংলা টুডে ডেস্ক
১২৭ views

অর্থনীতি ডেক্স:

ঋণে সুদহারের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ তুলে দেওয়া হচ্ছে। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সুদহার হতে পারে ১৩ শতাংশ। বর্তমানে সুদহারের সর্বোচ্চ সীমা রয়েছে ৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের মুদ্রানীতিতে সুদহারের বিষয়টি উল্লেখ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে গত রোববার অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় ব্যাংকের ডেপুটি গভর্নরসহ সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ যেটি আছে সেটি থাকছে না। বেঞ্চমার্কের আদলে ব্যাংকের জন্য নির্ধারিত সুদ যোগ করে মোট সুদহার নির্ধারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। এ ক্ষেত্রে সুদহারের ভিত্তি ৮ শতাংশ এবং আরও ৫ শতাংশ পর্যন্ত যোগ হতে পারে। ২০২৩-২৪ অর্থবছর থেকে ক্ষেত্র বিশেষে সুদের হার সাড়ে ১১ শতাংশ থেকে ১৩ শতাংশ হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের অন্যতম শর্ত সুদহার বাজারভিত্তিক করা। মূলত আইএমএফের পরামর্শেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে বাজারে সুদের চাহিদা অনুযায়ী বেঞ্চমার্ক ভিত্তি বা রেফারেন্স রেট বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তুলে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৯ শতাংশ ঋণের সুদহার।

বৈঠকের একটি সূত্র জানায়, আগামী জুনে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। কেমন মুদ্রানীতি হবে এ বিষয়ে বৈঠকের আলোচনা হয়েছে। ঋণের সুদহার বাজারভিত্তিক করার বিষয়ে আইএমএফের শর্ত রয়েছে। এখন যে ৯ শতাংশ ক্যাপ রয়েছে- তা কিভাবে তুলে বাজার ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া যায় সেটির কৌশল নির্ধারণে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, আইএমএফের সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত সুদহার বাজারভিত্তিক করা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনেও সুদহারের সীমা প্রত্যাহার অথবা বাড়ানোর সুপারিশ করা হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications