Home অন্যান্য জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

by বাংলা টুডে ডেস্ক
৪৫ views

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে জামালপুর উদীচী শিল্পী গোষ্ঠী।

বুধবার জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর, সাবেক সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, উদীচীর সদস্য রনজিৎ বিশ্বাস খোকন, স্বরস্বতি রাজভর, মাফিদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা, নড়াইলে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলাসহ সারাদেশে উদীচীর উপর হামলা ও হত্যার বিচার করে দ্রুত শাস্তির দাবি জানান।

প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উদীচীর শিল্পীরা প্রতিবাদী গণসংগিত পরিবেশন করার পাশাপাশি কবিতা পাঠ করেন।

 

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications