Home অন্যান্য বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে জামালপুরে শিক্ষা বৃত্তি, চিকিৎসা সরঞ্জাম, সেলাই মেশিন বিতরণ

বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে জামালপুরে শিক্ষা বৃত্তি, চিকিৎসা সরঞ্জাম, সেলাই মেশিন বিতরণ

by বাংলা টুডে ডেস্ক
১৪৪ views

নিজস্ব প্রতিবেদক:
‘‘শখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি’’ এই প্রতিপাদ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিবস উদযাপন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে জামালপুর জেলা পরিষদ আয়োজিত শহরের মির্জা আজম অডিটোরিয়ামে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রবস্তী রায়, পুলিশ সুপার মো: নাসির উদ্দীন আহমেদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সারাদেশে শিক্ষা, চিকিৎসা ও অসহায় দুঃস্থ মানুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় জামালপুর জেলার ৫শ’ ৫ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকা, ১২ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications