Home অন্যান্য বকশীগঞ্জে সড়কের কেটে নেওয়া গাছ উদ্ধার করল প্রশাসন

বকশীগঞ্জে সড়কের কেটে নেওয়া গাছ উদ্ধার করল প্রশাসন

by বাংলা টুডে ডেস্ক
১৭৯ views

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ:

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর-শ্রীবরদী সীমান্ত সড়কের ১৫টি ইউক্যালিপ্টাস গাছ কেটে নেওয়ার পর সেই গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তার বাঁধায় বন্ধ হওয়ার পর কেটে নেওয়া গাছ গুলো উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান , শেরপুর সড়ক ও জনপথ (সওজ) এর আওতাধীন ধানুয়া কামালপুর-শ্রীবরদী সীমান্ত সড়কের পাহাড় ঘেষা বালিঝুড়ি বাজারের পাশে লক্ষাধিক টাকা মূল্যের ১৫টি ইউক্যালিপটাস গাছ বুধবার সকালে লোকজন দিয়ে কেটে নেন স্থানীয় সাতানিপাড়া গ্রামের আছমত আলী সরকারের ছেলে হারুনুর রশিদ। সড়কের ১৫টি গাছ কাটার পর স্থানীয়রা বিষয়টি লাউচাপড়া ডুমুরতলা বিট কর্মকর্তাকে জানালে বিট কর্মকর্তা মো: আশরাফুল আলম খান দ্রুত ঘটনাস্থলে এসে সড়কের বাকি গাছ গুলো কাটা বন্ধ করে দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা ধানুয়া কামালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদকে দুপুর ১ টায় ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনার সত্যতা পেলে সরকারি গাছ গুলো উদ্ধার করেন।
তবে হারুনুর রশিদ জানান, ধানুয়া কামালপুর থেকে সীমান্ত সড়ক সম্প্রসারণ করতে গিয়ে জনস্বার্থে তিনি তার সড়কের পাশের কিছু জমি সওজকে দিয়েছেন এবং সেখানে তিনি গাছ লাগিয়েছিলেন তাই সড়কের সেই গাছ গুলো কেটেছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই গাছগুলো কাটা হয়েছে বলে জানান অভিযুক্ত হারুনুর রশিদ।
লাউচাপড়া ডুমুরতলা বন বিভাগের বিট কর্মকর্তা মো: আশরাফুল আলম খান জানান, গাছগুলো শেরপুর সওজ এর , তারপরও আমরা বাঁধা দিয়েছি না কাটতে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা এ বিষয়ে বলেন, সরকারি সম্পত্তির গাছ কেটে নেওয়া হচ্ছে শুনে উপজেলা প্রশাসনের পক্ষে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানোর পর গাছ গুলো হেফাজতে নেওয়া হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications