১৯৬

জুয়েল রানা, জামালপুর
জামালপুর পৌরসভার অন্তগর্ত জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার ব্যবসায়ী মো: সরাফত আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন করেছে বোর্ডঘর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী।
বুধবার সন্ধ্য়ায় শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার মোড়ে বোর্ডঘর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন বোর্ডঘর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্ঠা আব্দুল জলিল,সভাপতি শাহাজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক মাসুম আলী সুজন,সাংগঠনিক সম্পাদক আব্দুস ছোবাহান, প্রভাষক ছানোয়ার হোসাইন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রহুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হালিম,জাহাঙ্গীর আলম,সাংবাদিক শামীম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা জানান, বাজার ব্যবসায়ী মো: সরাফত আলী গত মঙ্গলবার রাতে ব্যবসায়ী কাজ শেষে বাড়ী ফেরার পথে নুর ইসলামের ছেলে অনিক ও খোরমেদ আলমের ছেলে লিটন ও তার সহযোগী’রা সরাফতের উপর হামলা করে আহত করে তার কাছে থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে আটক করেন। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ঘটনায় সদর থানায় মামলা করেছে আহতের পরিবার। পুলিশ রাতেই অনিক ও লিটন কে আটক করেছে।