Home অন্যান্য মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জামালপুরে দিনব্যাপী কর্মশালা

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জামালপুরে দিনব্যাপী কর্মশালা

by বাংলা টুডে ডেস্ক
২২৫ views


নিজস্ব প্রতিবেদক
জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
বুধবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম খান, সিভিল সার্জন ডা: প্রনয় কান্তি দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় বক্তারা, জামালপুরে মাদকের অপব্যবহার ও আগ্রাসন রোধে সকল শ্রেণী-পেশার মানুষদের স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং নিজের সন্তান ও পরিচিতদের স্বাভাবিক আচার-আচরনে পরিবর্তন দেখা দিচ্ছে কিনা সেদিকেও মনোযোগী হতে বলা হয়।
দিনব্যাপী কর্মশালায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সুধী-সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত থেকে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications