Home অন্যান্য উত্তরায় গার্ডার পড়ে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের দাফন জামালপুরে সম্পন্ন

উত্তরায় গার্ডার পড়ে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের দাফন জামালপুরে সম্পন্ন

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ১৪৭ views


নিজস্ব প্রতিবেদক
ঢাকার উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা থেকে এম্বুলেন্সে করে ঝর্ণা বেগম ও তার দুই শিশু সন্তান জান্নাতুল ও জাকারিয়ার লাশ মেলান্দহ উপজেলার আগ পয়লা গ্রামের বাড়িতে আনা হয়। একই সময়ে দুর্ঘটনায় নিহত ঝর্ণার বড় বোন ফাহিমার লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ইসলামপুর উপজেলার ঢেংগারগড় গ্রামে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। এ সময় তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। নিহতদের একনজর দেখতে ভীড় জমান প্রতিবেশিরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications