Home অন্যান্য জামালপুরে মাদকবিরোধী আলোচনা সভা

জামালপুরে মাদকবিরোধী আলোচনা সভা

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ৩০২ views

নিজস্ব প্রতিবেদক
মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে মুক্ত রাখতে সচেতনতার লক্ষ্যে জামালপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা হয়েছে।
জামালপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শরীফপুর উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, শিক্ষক মিজানুর রহমান বিন্দু প্রমুখ। এ সময় বক্তারা সামাজিক অবক্ষয়সহ নানা সমস্যায় মাদক সেবনের সাথে যুব সমাজের জড়িয়ে পড়ার কারন, মাদকের আগ্রাসন থেকে উত্তরণের উপায় এবং মাদক মুক্ত থেকে দেশের ভবিষ্যত কর্ণধার হিসেবে যুব সমাজকে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় শরীফপুর উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন সামগ্রী বিতরন করা হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications