Home খেলাধুলা বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা

by বাংলা টুডে ডেস্ক
১১৫ views

স্পোর্টস ডেক্স:

কাবাডির বাংলাদেশ অনন্য। টানা ৬ ম্যাচ জিতে তারা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ট্র্নুামেন্টে। গত সোমবার ফাইনালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের দল। তাইপের যে লড়াইয়ের প্রতিজ্ঞা ছিল সেটা তারা দেখিয়েছে প্রথমার্ধে।

শুরু থেকে বাংলাদেশকে সেভাবে দাপটে খেলতে দেয়নি। প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জর মুখে তুহিন তরফদার-মিজানরা খুব সতর্ক হয়ে খেলছিলেন। শুরুর ১২ মিনিট পয়েন্টের সমতায় থাকার পর তারা প্রথমার্ধ শেষ করে ২০-১৪ পয়েন্টে। বিরতির পর বদলে যায় খেলার চেহারা। স্বাগতিকদের দাপটে ক্রমেই পিছিয়ে পড়তে থাকে তাইপে। তুহিন-মিজানদের আধিপত্যে বড় হতে থাকে ব্যাবধান।

শেষে সেটা বড় হয়ে ৪২-২৮ পয়েন্টে তুলে নিয়ে তারা ফাইনালকে একমুখী করে শিরোপা জেতে তৃতীয়বারের মতো। ফাইনাল সেরা ও সেরা ক্যাচার হয়েছেন তুহিন তরফদার। টুর্নামেন্ট সেরা হয়েছেন রেইডার মিজানুর রহমান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশন সভাপতি বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications