Home খেলাধুলা স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুরে ৩ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুরে ৩ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ

by বাংলা টুডে ডেস্ক
২১৯ views

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুরে ৩ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশাশার আয়োজন করে মার্শাল আর্ট ফাউন্ডেশন (এমএএফ) ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।

৩ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে মঙ্গলবার বিকালে জামালপুর মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে সনদপত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার আমিন রানা, মার্শাল আর্ট  ফাউন্ডেশনের পরিচালক শোয়েব হোসেন, নতুন কুড়ি স্কুলের পরিচালক হাসান জামান কল্লোল।

এ সময় বক্তারা বলেন,বর্তমান সময়ে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলার কোন সুযোগ পায়না, শুধু লেখা পড়াতেই ডুবে থাকে। সত্যিকারের মানুষ হতে হলে লেখাধুলা ও বিনোদনে ফিরে আসতে হবে। মানসিক বিকাশ স্বাস্থ্য সচেনতা বৃদ্ধিতে এর বিকল্প নেই।  এই ধরনের চর্চা অব্যাহত থাকলে দেশে ভাল মানের জাতীয় খেলোয়ার তৈরি হবে।

পরে ৩ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের  হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। ৮০ জন ক্ষুদে শিক্ষার্থী  প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন তানভীর আহমেদ হীরা।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications