Home খেলাধুলা কাতার বিশ্বকাপে থাকছে মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

কাতার বিশ্বকাপে থাকছে মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

by বাংলা টুডে ডেস্ক
২১৯ views

খেলাধুলা ডেস্ক:

যে জার্সি পরে বহুল আলোচিত-সমালোচিত ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা, কাতার বিশ্বকাপকে ঘিরে আয়োজিত একটি প্রদর্শনীতে তা দেখানো হবে। কাতার অলিম্পিক অ্যান্ড স্পোর্টস জাদুঘরের পক্ষ থেকে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানো ম্যাচে নীল রঙের ১০ নম্বর জার্সিটি পরেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মারাদোনা। ম্যাচে তার করা দুটি গোলই স্থায়ী জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসের পাতায়। প্রথম গোলটি পরিচিত ‘হ্যান্ড অব গড’ গোল নামে। লাফিয়ে হাতের ফ্লিকে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেন মারাদোনা। ওই গোলের চার মিনিট পর চোখ ধাঁধানো দ্বিতীয় গোলটি করেন তিনি। যেটি পরিচিত ‘গোল অব দা সেঞ্চুরি’ নামে।

২০২০ সালের নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান মারাদোনা। বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল নিয়ে তিনি বলেছিলেন, “গোলটি মারাদোনার সামান্য মাথা এবং ইশ্বরের সামান্য হাত দিয়ে করা।” মারাদোনার বিখ্যাত সেই জার্সিটির মালিক ছিলেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ। ওই ম্যাচের পর যিনি আর্জেন্টাইন তারকার সঙ্গে জার্সি অদল-বদল করেছিলেন।

২০০২ সাল থেকে এটি ইংল্যান্ডের জাতীয় জাদুঘরে রাখা ছিল। গত এপ্রিলে সাদারবিস নামের একটি প্রতিষ্ঠান জার্সিটি নিলামে তোলে। পরে যা তখনকার রেকর্ড ৮৯ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি করা হয়। দোহার কাতার অলিম্পিক অ্যান্ড স্পোর্টস জাদুঘরে ধারে আনা হয়েছে মারাদোনার ওই জার্সি।

আজ রোববার থেকে সেখানে শুরু হবে ওয়ার্ল্ড অব ফুটবল প্রদর্শনী। ২০২৩ সালের ১ এপ্রিল পর্যন্ত চলবে যা। আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও একুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications