Home খেলাধুলা বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

by বাংলা টুডে ডেস্ক
২৩২ views

খেলাধুলা ডেস্ক:

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে হাতে রয়েছে এখনও সপ্তাহ তিনেক মতো। অন্যান্য সব দল আগেই নিজেদের জার্সি উন্মোচন করলেও বাংলাদেশ ছিল একটু পিছিয়ে। অবশেষে উন্মোচিত হলো বাংলয়াদেশের বিশ্বকাপ জার্সি।

গত শুক্রবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি জনসম্মুখে আনা হয়েছে। লাল ও সবুজ রঙের মিশেলে বাংলাদেসেহের ঐতিহ্য আর গৌরব ধারণ করেই এবার বিশ্বকাপের জার্সির নকশা তৈরি করা হয়েছে।

এবারের বিশ্বকাপ জার্সির থিমে প্রাধান্য পেয়েছে ঐতিহ্যবাহী বাংলার জামদানি, বিশ্বের সর্ববৃহত ম্যাংগ্রোভ ফরেস্ট সুন্দরবন আর সেই সুন্দরবনের গর্ব রয়েল বেঙ্গল টাইগার। বিশ্বকাপ জার্সির সমগ্র জমিন জুড়েই রয়েছে সুন্দরবনের ঐতিহ্যবাহী গোলপাতার জলছাপ এবং নিচের দিকে রয়েছে গর্জন তোলা রয়েল বেঙ্গল টাইগারের মুখের ছাপ।

আর দু পাশ দিয়ে লাল রঙের উপর ফুটে উঠেচেহে বাংলাদশের ঐতিহ্যবাহী জামদানির নকশা। এ ছাড়া বুকের উপর সাদা রঙে লেখা রয়েছে বাংলাদেশ। আর বুকের বাম দিকে বিসিবি ও ডানে বিশ্বকাপের লোগো রয়েছে। এদিকে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি নিতে গত শুক্রবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

সেখানে স্বাগতিক নিউজিল্যান্ড আর পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ শেষ করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিবে সাকিব আল হাসানের দল। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications