Home খেলাধুলা জামালপুরে ভলিবল ফাইনালে চ্যাম্পিয়ান সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়

জামালপুরে ভলিবল ফাইনালে চ্যাম্পিয়ান সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ১৫২ views

নিজস্ব প্রতিবেদক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২২-২৩ এর আওতায় জামালপুর সদর উপজেলায় অনূর্ধ্ব ১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সভাপতিত্বে ভলিবল খেলার পুরস্কার বিতরনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, বিশেষ অতিখি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন , সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর জেলা প্রেসক্লারের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।
এ সময় বক্তারা সরকারি সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে দেহমন সুস্থ্য রেখে মাদক মুক্ত সমাজ গঠন করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
ভলিবল খেলায় জামালপুর সদর উপজেলার ৪টি প্রতিষ্ঠানের ৪৪ জন ভলিবল খেলোয়ার অংশ গ্রহন করে। পরে ভলিবল খেলায় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় পিয়ারপুর রাজা শশীকান্ত উচ্চ বিদ্যালয়কে  ২-o সেটে পরাজিত করে জয়লাভ করে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications