Home প্রধান খবর নতুন শিক্ষা ব্যবস্থা চালু হলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মগজ ধোলাই সম্ভব হবেনা: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষা ব্যবস্থা চালু হলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মগজ ধোলাই সম্ভব হবেনা: শিক্ষামন্ত্রী

by বাংলা টুডে ডেস্ক
২৬২ views

নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি বলেছেন, যারা চায় ধর্মের অপব্যাখ্যা করে আমাদের মগজ ধোলাই করতে, ধর্মের জো জো দেখিয়ে আমাদের দমিয়ে রাখতে, দমন করতে, তাদের খুব অসুবিধা। কাজেই তাদের কাছে আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা পছন্দ না। সে কারনে তারা পাঠ্য বইয়ে যে বিষয়টি নাই, তা নিয়ে মিথ্যাচার, অসত্য-অপপ্রচার কেন করছে, কারন নতুন শিক্ষা ব্যবস্থা চালু হলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মগজ ধোলাই করা সম্ভব হবেনা, সেইসাথে নোট বই, গাইড বই, কোচিং এর ব্যবসা আর থাকবেনা। রোববার দুপুরে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নতুন শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অনেকগুলো পক্ষ এক হয়েছে, দু:খজনক হলেও সত্য, অনেক শিক্ষকও কোচিং ব্যবসার সাথে জড়িত, তারাও ভাবছেন এই শিক্ষা ব্যবস্থা চালু হলে তাদের কি হবে? সেইসব শিক্ষকরা প্রশিক্ষণ পাবার পরও বলছে নতুন শিক্ষা কার্যক্রম আমরা বুঝিনা। তিনি বলেন, নতুন শিক্ষা কার্যক্রম না বোঝার কোন কারন নেই, তারপরও যারা বলছেন বুঝতে পারছেনা, তাদের হাতে ধরে শেখানো হবে। এরপরও যদি কেউ না বুঝে তাহলে বুজতে হবে তার অন্যকোন উদ্দেশ্য আছে। আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন শিক্ষা কার্যক্রম অবশ্যই বাস্তবায়ন করা হবে।


আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ইসলামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: আশরাফ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

এর আগে শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলা ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে বিকালে জামালপুর সদরের আরো ৩ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন মন্ত্রী।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications