Home রাজনীতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের অন্ত:কোন্দলের সমাধান

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের অন্ত:কোন্দলের সমাধান

by বাংলা টুডে ডেস্ক
৩৩৫ views

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের অন্ত:কোন্দল সমাধান হয়েছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মেলান্দহ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক কাওছার আহমেদ স্বাধীনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহবায়ক ইনতেসার আহমেদ। এছাড়াও যুগ্ম আহবায়ক তাইফুল ইসলাম পলাশ, ইয়াসির আরাফাত সৌরভ, জাহিদ হাসান অনিক, সদস্য শাকিল আহমেদ ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ছাত্রলীগের নেতারা বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাতে ব্যক্তিগত দ্বন্দকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও হলে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সবাইকে নিয়ে বসে সকল ভুল বোঝাবুঝি ও অন্ত:কোন্দল নিরসন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে এখন কোন কোন্দল নেই বলে দাবী করেন নেতারা। সংবাদ সম্মেলনে উভর গ্রুপের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications