Home লাইফস্টাইল সম্পর্কের বিচ্ছেদ না হোক

সম্পর্কের বিচ্ছেদ না হোক

by বাংলা টুডে ডেস্ক
৭১ views

লাইফস্টাইল ডেস্ক:

সম্পর্কে অনেক সময় ছোটখাটো বিষয় বড় সমস্যার সৃষ্টি করে। যা পরবর্তীতে বিচ্ছেদে রূপ নেয়। তাই সমস্যা যতই জটিল হোক খেয়াল রাখতে হবে সামান্য মনোমালিন্য বা কথা কাটাকাটি সম্পর্ক বিচ্ছেদের কারণ যাতে না হয়। সম্পর্ক সুন্দর ও টিকিয়ে রাখতে কিছু সহজ ও গুরুত্বপূর্ণ বিষয় চর্চা করা সবার জন্য জরুরি।

সম্পর্ক সুন্দর রাখতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি-

১) সাধারণত মনোমালিন্য বা কথা কাটাকাটির সময় দু’জনের কেউই কারও কোনো কথা শুনতে বা বুঝতে চায় না। ফলে বাড়তে থাকে ঝগড়া। তাই এ ক্ষেত্রে কোনো ধরনের যুক্তি খ-নে না যেয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় দেওয়া প্রয়োজন।

২) আমাদের জীবনের অতীত বা নেতিবাচক অবস্থা দিয়ে বর্তমান বিচার করা যায় না। তাই খুব খারাপ সময়েও শুধু তর্কে জিততে হবে এমন ভেবে কেউ কারও দুর্বলতা নিয়ে কটূক্তি করা যাবে না। এতে হয়তো তর্কে জেতা যায়, কিন্তু সম্পর্কটা আর আগের মতো সুন্দর নাও থাকতে পারে।

৩) দু’জনের মধ্যে সম্পর্ক যেমনই হোক না কেন, তৃতীয় ব্যক্তিকে জড়ানো ঠিক নয়। এতে দু’জনের মধ্যে সমঝোতা হয়ে গেলেও তৃতীয় ব্যক্তির মাথায় অনেক অপ্রাসঙ্গিক ও ভুল ধারণা থেকে যায়। এতে সেই ব্যক্তির সঙ্গেও এক ধরণের অস্বস্তিকর বা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। তাই নিজেদের মধ্যে কথা কাটাকাটির বা মনোমালিন্যের সময় তৃতীয় ব্যক্তিকে না জড়ানোই বুদ্ধিমানের কাজ।

৪) ছোটখাটো ঝগড়া অথবা তর্কে জিতে যাওয়ার জন্য আমরা অনেকেই ছেড়ে যাওয়ার ভয় দেখিয়ে থাকি। যা বড় ধরনের বোকামি। এতে একে অপরের প্রতি এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়।

৫) রাগারাগির বা অস্বাভাবিক কোনো পরিস্থিতিতে দু’জন একসঙ্গে চেঁচামেচি না করে কোনো একজনকে ধৈর্য ধরা উচিত। অযথা চিৎকার না করে অপরজনের কথা অনুধাবন করা বুদ্ধিমানের কাজ।

৬) ঝগড়ার সময় কমবেশি আমরা সবাই যে ভুল করি তা হলো, ভবিষ্যতের কথা একেবারেই চিন্তা করি না। এ সময় রাগের বশবর্তী হয়ে বলে দেওয়া একটি কথা কিন্তু সারাজীবনের জন্য অপর মানুষের মনে দাগ কেটে দিতে পারে। তাই ভবিষ্যতে আফসোস না করে ঝগড়াকালীন চিন্তার বাইরে যেয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে।

৮) পরিশেষে বলতে হয়, তর্কে না গিয়ে নির্দিষ্ট যে বিষয়ে সমস্যা হচ্ছে তা নিয়ে কথা বলে সমাধানের চেষ্টা করা উচিত।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications