Home লাইফস্টাইল খরচ কমানোর বিশেষ কৌশল

খরচ কমানোর বিশেষ কৌশল

by বাংলা টুডে ডেস্ক
২৩৩ views

লাইফস্টাইল ডেস্ক:

বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে টিকে থাকা মুশকিল। কিছু কিনতে গেলেই চাহিদা তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন সবাই। বাড়তি চাপের এই সময়ে সবাই নিজের খরচ সংকোচনের পথ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু ঠিক কিভাবে করবেন তা বুঝে উঠতে পারছেন না। খুব কঠিন কিছু নয়। আপনাকে বদলাতে হবে কিছু অভ্যাস। কি সেই অভ্যাস? আসুন দেখে নেওয়া যাক।

নতুন নোট ব্যবহার করুন
বিষয়টি পুরোপুরি মানসিক ধারণা। অনেকেই নতুন নোট খরচ কিংবা হারাতে চান না। খুব বেশি প্রয়োজন না হলে নিজের কাছেই রেখে দেন। তাই নিজের খরুচে হাত কমাতেই নতুন নোট ব্যবহার করুন।

দামাদামি করার বাতিক ছাড়ুন
অনেকে পরিকল্পনা ছাড়াই বাজারে গিয়ে ঘুরাঘুরি করেন। সেখানে গিয়ে হুটহাট দামাদামি করে বসেন। এতে একসময় আপনার মনে হয় যে দামে পেয়ে যাচ্ছি তা হয়তো ভবিষ্যতে পাবো না। তাই অপ্রয়োজনেই নানা খরচ হয়ে যায়। এমন অভ্যাস বাদ দিন। অপ্রয়োজনে বাজারে ঘুরঘুর করবেন না।
পরিকল্পনা করে কেনাকাটা করুন
একটি তালিকা করে বাড়ির সবার সঙ্গে আলাপ করে কেনাকাটার সিদ্ধান্ত নিন। এতে বাজে খরচের অভ্যাস কিছুটা হলেও কমবে। এমএফএস কিংবা ডেবিট কার্ড ব্যবহার কমান
যারা এমএফএস কিংবা ডেবিট কার্ড ব্যবহার করেন তারা খুব সহজেই অনলাইনে কেনাকাটা করে ফেলেন। এমনটা করবেন না। এই সময়ে যতদূর সম্ভব ডেবিট কার্ড ওয়ালেটে রাখা কমিয়ে ফেলুন।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications