Home লাইফস্টাইল শখের গহনার সহজ যত্ন

শখের গহনার সহজ যত্ন

by বাংলা টুডে ডেস্ক
১৭৩ views

লাইফস্টাইল ডেস্ক:

নারীর সৌন্দযের্র অনুঘটক হিসেবে কাজ করে গহনা। পোশাকের সঙ্গে মিলিয়ে মানানসই গহনা পরার প্রচলন প্রাচীন আমল থেকেই। শাড়ির সঙ্গে গহনা পরা হলেও এখন তা সালোয়ার-কামিজ থেকে ফতুয়া, জিন্স, টপস সবকিছুর সঙ্গেই ব্যবহার করা হয়। নানা ধরনের অলঙ্কারের মধ্যে রুপা, মেটাল, হীরা, মাটি ও কাঠের তৈরি গহনা বেশ জনপ্রিয়। গহনা যে ধরনের হোক না কেন নিয়মিত যতœ নিতে হয় এর। বিভিন্ন ধরনের গহনার যতেœর ধরনটাও কিন্তু ভিন্ন
স্বণের্র গহনা
পুরনো হয়ে গেলে স্বণের্র গহনার উজ্জ্বলতা খানিকটা কমে যায়। হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য গহনায় সামান্য টুথপেস্ট লাগিয়ে রাখতে হবে। এরপর একে ডিটারজেন্ট মেশানো পানিতে ডুবিয়ে হালকাভাবে ব্রাশ করতে হবে।
রুপার গহনা
রুপার গহনা সুন্দর রাখার জন্য নিয়মিত তাতে টেলকম পাউডার লাগিয়ে সুতি কাপড় দিয়ে মুছলেই দীর্ঘদিন এটি ভালো থাকবে।
মুক্তার গহনা
মুক্তার গহনা রাখার সময় মনে রাখতে হবেÑ এটি প্লাস্টিকের ব্যাগে রাখা যাবে না। এ গহনা ব্যবহারের পর ভেজা কাপড় দিয়ে মুছে রাখলেই চলবে। আর যদি গহনা বেশি ময়লা হয়, তাহলে সাবান-পানিতে কাপড় ভিজিয়ে আলতোভাবে মুছতে হবে।
মেটালের গহনা
মেটালের গহনা যদি দীর্ঘদিন ব্যবহার করা না হয়, তাহলে কালচে হয়ে যায়। তখন এটি লেবু দিয়ে ঘষলেই পুনরায় চকচক করে।
হীরার গহনা
হীরার গহনা ব্যবহারের পর টুথপেস্ট লাগিয়ে ব্রাশ করে পানি দিয়ে পরিষ্কার করলেই হবে। এরপর টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে হবে।
পাথরের গহনা
পাথরের গহনা পরিষ্কার করার জন্য হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুছলেই চলবে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications