Home আন্তর্জাতিক তিন দিন অফিসে না এলে ছাঁটাই, কর্মীদের হুমকি অ্যাপলের

তিন দিন অফিসে না এলে ছাঁটাই, কর্মীদের হুমকি অ্যাপলের

by বাংলা টুডে ডেস্ক
১৪৬ views

আন্তর্জাতিক ডেস্ক:

অন্তত তিন দিন অফিসে না আসলে কর্মীদের ছাঁটাইয়ের হুমকি দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। প্ল্যাটফর্ম নিউজের ম্যানেজিং এডিটর জো শিফারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেজ রেকর্ডের মাধ্যমে কর্মীদের উপস্থিতির হার নির্ণয় করছে। ফলে যেসব কর্মী সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিফার এক টুইট বার্তায় জানান, যদি অ্যাপলকর্মীরা সপ্তাহে কমপক্ষে তিনদিন অফিস করতে ব্যর্থ হন তবে তাদের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। ত

বে এটি প্রতিষ্ঠানের সামগ্রিক পলিসি নাও হতে পারে। গত বছরের মার্চে অ্যাপল তার কর্মীদের অফিসে ফেরার আহ্বান জানায়। তখন অবশ্য সপ্তাহে একদিন কাজের নীতি চালু করে প্রতিষ্ঠানটি। মূলত অ্যাপল করোনা মহামারির মধ্যে কর্মীদের বাড়িতে বসে কাজের সুযোগ দিয়েছিল। পরে ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে অফিসে আসার আহ্বান জানানো হয়।

সেসময় অ্যাপলের সিইও টিম কুক এক মেমোতে বলেছিলেন, ‘আমি জানি অনেকের জন্যই দিনটি বহুল প্রত্যাশিত। আমরা আবারও অফিসে কাজ শুরু করতে যাচ্ছি। যা ইতিবাচক দিকগুলোর একটি।’

তিনি আরও বলেন, ‘আমি এও জানি, কারও কারও জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। তবে সেসব কর্মীদের জানাতে চাই, প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে।’ এরপরই প্রতিষ্ঠানটি সপ্তাহে অন্তত তিনদিন অফিসে কাজ করার নীতি চালু করে।

যদিও তখন ১২শর বেশি কর্মী এক পিটিশনে সাক্ষর করে বলেছিলেন, তারা বাসাতেই ভালো কাজ করছিলেন। তবে অনেকেই এই তিনদিনও অফিসে না আসার ফলে প্রতিষ্ঠানটি আরও কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications