Home আন্তর্জাতিক ইয়েমেনে বাজারে বিক্রি হচ্ছে জাতিসংঘের ত্রাণের পণ্য

ইয়েমেনে বাজারে বিক্রি হচ্ছে জাতিসংঘের ত্রাণের পণ্য

by বাংলা টুডে ডেস্ক
১২৫ views

আন্তর্জাতিক ডেক্স:

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাস্তায় দোকানগুলো বিনামূল্যে দেওয়া জাতিসংঘের ত্রাণ সামগ্রী বিক্রি করছে। সেসব পণ্যের গায়ে লেখা- ‘বিক্রয়ের জন্য নয়’। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিক্রয়ের জন্য না হওয়ার পরও এসব পণ্য টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছে। স্কাই নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তাদের একটি তদন্তকারী দল ইয়েমেনের হোদেইদাহ প্রদেশে এমন কর্মকা-ের প্রমাণ পেয়েছে। ভোজ্য তেলের পাশাপাশি টাকার বিনিময়ে আটা, চালও বিক্রি করছেন দোকানিরা।

এ বিষয়ে এক দোকানদারের সঙ্গে কথা বললে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। এরপরই তিনি তার দোকানে জাতিসংঘের সহযোগী সংস্থা ‘ওয়ার্ল্ড ফুট প্রোগ্রাম’ এর লোগো দেওয়া খাদ্য পণ্যের প্যাকেট লুকানোর চেষ্টা করেন। এগুলো কিভাবে আসছে জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রামবাসী যারা ত্রাণ হিসেবে এসব পণ্য পেয়েছেন তারা বিক্রি করেছেন।

তারা বাচ্চাদের জরুরি ওষুধ কেনার জন্য এসব পণ্য বিক্রি করতে আমার কাছে নিয়ে আসে, আমি তখন সেগুলো কিনি।’ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইয়েমেনে আট বছর ধরে চলা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির শিশুরা।

জাতিসংঘের মতে, প্রতি ১০ মিনিটে একটি শিশু দেশটিতে প্রতিরোধযোগ্য কারণে মারা যায়। মানবিক সহায়তার প্রয়োজন আনুমানিক ১১ মিলিয়ন শিশু রয়েছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications