Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোরণে নিহত ২

যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোরণে নিহত ২

by বাংলা টুডে ডেস্ক
১৩১ views

আন্তর্জাতিক ডেক্স:

যুক্তরাষ্ট্রে একটি চকলেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২ জন। নিখোঁজ কমপক্ষে ৯ জন।

গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভানিয়ার ওয়েস্ট রিডিং এ অবস্থিত আর এম পামার কোম্পানি নামের কারখানাটিতে ঘটে এ বিস্ফোরণ। অনেক দূর পর্যন্ত কালো ধোঁয়া আর ছাই ছিটকে পড়ে। সাথে সাথেই নিরাপদে সরিয়ে নেয়া হয় কারখানার বাকি কর্মীদের। তবে বিস্ফোরণের সময় ভেতরে কতজন ছিল এ নিয়ে কিছু জানায়নি প্রশাসন।

ওয়েস্ট রিডিংয়ের পুলিশ প্রধান ওয়েন হোল্ডেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘ঘটনাস্থলে এখনও উদ্ধার তৎপরতা চলছে।’ তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণে পামার কোম্পানির দুই নম্বর ভবন ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইজন নিহত ও নয়জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আরএম পামার কোম্পানি নামে ওই কোম্পানিটি ৭০ বছরেরও বেশি সময় ধরে চকলেট উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ৮৫০ জন।

তবে কী কারণে এ বিস্ফোরণ ঘটলো তা এখন পর্যন্ত জানা যায়নি। সূত্র: ডয়েচে ভেলে, রয়টার্স

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications