Home আন্তর্জাতিক শ্রীলঙ্কাকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আইএমএফ

শ্রীলঙ্কাকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আইএমএফ

by বাংলা টুডে ডেস্ক
১১৬ views

আন্তর্জাতিক ডেক্স :

শ্রীলঙ্কাকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। এই ঋণ শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি জানিয়েছেন, শ্রীলঙ্কা সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজগুলোকে পুনর্গঠন এবং জাতীয় বিমান সংস্থাকে বেসরকারিকরণ করে তহবিল সংগ্রহ করবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিশেষজ্ঞরা অবশ্য আশঙ্কা করছেন, সামনে শ্রীলঙ্কাকে আরও কঠিন দিনের মুখোমুখি হতে হবে। করোনা মহামারির সময় থেকেই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দা, জ¦ালানির দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি পঞ্চাশ শতাংশেরও বেশি হয়েছে। সব মিলিয়ে দেশটিতে জীবনযাত্রার ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এ কারণে সরকারের পতন দাবিতে ২০২২ সালে বিক্ষোভ করেন শ্রীলঙ্কার হাজার হাজার মানুষ।

শ্রীলঙ্কায় প্রথমবারের মতো গত বছর মে মাসে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে ঋণ খেলাপি হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বলেন, আমরা আমাদের সাধ্যের বাইরে বাস করেছি। আমরা এটি পছন্দ করি বা না করি, কঠিন পদক্ষেপ এখন নেয়া দরকার। আলি সাবরি আরও বলেন, সৌভাগ্যবশত রাজনৈতিক ইউনিয়ন বাদে অধিকাংশ জনগণ এটা বুঝতে পেরেছে।

আমি জানি তারা খুশি নয়, কিন্তু তারা এটাও বোঝে যে আমাদের কোন বিকল্প নেই। চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা পেশাদারদের জন্য আয়কর চালু করা হয়েছে যা আগে ছিল ১২ দশমিক ৫ শতাংশ এবং এখন ৩৬ শতাংশ। জ¦ালানী এবং খাদ্যসহ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস কেনায়ও কর বাড়িয়েছে শ্রীলঙ্কা সরকার।

বর্তমান কর ব্যবস্থা ২০১৯ সালে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে প্রবর্তিত বড় কর নীতির সম্পূর্ণ বিপরীত। বছরে ১ দশমিক ৪ বিলিয়ন এর বেশি সরকারি আয় হারিয়েছে শ্রীলঙ্কা।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications