Home আন্তর্জাতিক ক্রাইমিয়ার সেতুতে জ্বালানি ট্যাংকে আগুন, যান চলাচল বন্ধ

ক্রাইমিয়ার সেতুতে জ্বালানি ট্যাংকে আগুন, যান চলাচল বন্ধ

by বাংলা টুডে ডেস্ক
২৮৬ views

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে সংযোগকারী কের্চ সেতুতে একটি জ¦ালানিবাহী ট্যাংকে আগুন লাগার পর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইনের গণমাধ্যমের প্রতিবেদনে বিস্ফোরণের কারণে ট্যাংকটিতে আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে। আরআইএ-র দেওয়া উদ্ধৃতিতে ক্রাইমিয়ার শীর্ষ নির্বাহীর উপদেষ্টা ওলেগ ক্রিচকোফ বলেছেন, “ক্রিমিয়ান সেতুর একটি অংশে একটি জ¦ালানিবাহী ট্যাংকে আগুন লেগেছে। সেতুর জাহাজ চলাচলের জন্য রাখা খিলানগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।”

সেতুটি দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। তবে সেতুটিতে জরুরি অবস্থা চললেও কের্চ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত আছে। সেখানে ফেরি সার্ভিস শুরু করার সম্ভাব্যতা নিয়ে কর্তৃপক্ষ আলোচনা করছে। ক্রাইমিয়ান রেলওয়ে ফেডারেল স্টেট ইউনিটারি এন্টারপ্রাইজের গণমাধ্যম বিভাগ বলেছে,“আগুন নিয়ন্ত্রণের জন্য জরুরিভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।

আগুন লাগার কারণ বের করা হচ্ছে।” ইউক্রেইনীয় গণমাধ্যম বলেছে, ভোর প্রায় ৬টার সময় বিস্ফোরণটি ঘটেছে। তবে তাদের এ প্রতিবেদন রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ২০১৪ সালে ইউক্রেইনের ক্রাইমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়ার পর দেশটির পরিবহন নেটওয়ার্কের সঙ্গে উপদ্বীপটিকে যুক্ত করার লক্ষ্যে ২০১৮ সালে এ সেতুটি চালু করা হয়।

প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের উদ্বোধন করা ১৯ কিলোমিটারের এ সেতুটি রাশিয়ার দীর্ঘতম। গত মাসে রাশিয়া ইউক্রেইনের আরও চারটি অঞ্চল, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications