Home আন্তর্জাতিক ইউক্রেনের জন্য আইএমএফের ১৩০ কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা

ইউক্রেনের জন্য আইএমএফের ১৩০ কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা

by বাংলা টুডে ডেস্ক
২২৯ views

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে ১৩০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। গত শুক্রবার আইএমএফ এই ঘোষণা দেয়। ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন।

আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে। আইএমএফ এক বিবৃতিতে বলেছে, এই প্যাকেজ ইউক্রেনের অর্থ পরিশোধের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একইসঙ্গে ইউক্রেনের ঋণদাতা ও দাতাদের কাছ থেকে ভবিষ্যতের আর্থিক সহায়তার ক্ষেত্রে এ অর্থ অনুঘটকের ভূমিকা পালন করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি গত শুক্রবার আইএমএফের এ অর্থ সহায়তার কথা জানিয়ে বলেছেন, এ অর্থ ইউক্রেনে আসবে। এদিকে জর্জিভা জানান, মূলনীতিগুলো অগ্রাধিকারমূলক ব্যয় এবং আর্থিক স্থিতিশীলতা সুরক্ষার জন্যে প্রস্তুত করা হয়েছে। আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে।

এ ছাড়া একইদিনে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তার জন্যে নতুন করে ১২ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications